ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন লেগেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই গুদামের ভেতর আগুন লাগে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। জেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু, গুদামের ভেতরে প্লাস্টিকের সরঞ্জাম থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 


নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, বিআইডব্লিউটিএ’র গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। গুদামে প্লাস্টিকের পাইপ ও বিভিন্ন সরঞ্জাম থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ads

Our Facebook Page